Wednesday, 10 July 2019

দীক্ষা নেওয়ার পর নিরামিষ আহার আরম্ভ করিয়াছিলাম। আমার স্ত্রী ঠাকুরকে জানালেন যে আমি নিরামিষ খাইতেছি! ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন "নিরামিষ খান কেন? বলিলাম "রজঃগুন বৃদ্ধি হয় বলিয়া।" তিনি বলিলেন "শাকেও রজঃগুন বৃদ্ধি হয়, জোর করিয়া কাহাকেও তাড়াইতে হয় না, যার যখন সময় হইব নিজেই ছাইড়া যাইব।" বাস্তবিক মাংসটা ছাড়িয়া গিয়াছে, ইহা বলা যায় দাঁত নাই বলিয়া। কিন্তু মাছ যখন খাইতেছি ডিমের পোচ খাইতে কোনও অসুবিধা হইতে পারে না। কিন্তু ডিম খাওয়ার ইচ্ছাই হয় না। শ্রীশ্রীরামচন্দ্র স্মৃতি কথা রাজেন্দ্র লাল বন্দ্যোপাধ্যায় পুনঃপ্রচারে কৈবল্যধাম।।

দীক্ষা নেওয়ার পর নিরামিষ আহার আরম্ভ করিয়াছিলাম। আমার স্ত্রী ঠাকুরকে জানালেন যে আমি নিরামিষ খাইতেছি! ঠাকুর আমাকে জিজ্ঞাসা করিলেন "নিরামিষ খান কেন? বলিলাম "রজঃগুন বৃদ্ধি হয় বলিয়া।" তিনি বলিলেন "শাকেও রজঃগুন বৃদ্ধি হয়, জোর করিয়া কাহাকেও তাড়াইতে হয় না, যার যখন সময় হইব নিজেই ছাইড়া যাইব।" বাস্তবিক মাংসটা ছাড়িয়া গিয়াছে, ইহা বলা যায় দাঁত নাই বলিয়া। কিন্তু মাছ যখন খাইতেছি ডিমের পোচ খাইতে কোনও অসুবিধা হইতে পারে না। কিন্তু ডিম খাওয়ার ইচ্ছাই হয় না।

শ্রীশ্রীরামচন্দ্র স্মৃতি কথা
রাজেন্দ্র লাল বন্দ্যোপাধ্যায়
পুনঃপ্রচারে কৈবল্যধাম।।

★৩/ ঠাকুর! সদ্ গুরু কে? " গুরু বলতে নামই গুরু। শ্রী গুরু প্রদত্ত নামই সদ্ গুরু। এই নাম জীবের ত্রিগুণাত্মিকা বিষয় সমূহ যথা মন,বুদ্ধি,অহঙ্কার, দশ ইন্দ্রিয়ের অজ্ঞানতার অন্ধকার দূর কইরা নাম আলোতে আনয়ন করেন বইলাই সদ্গুরু বা সত্য গুরু বলা হয়। ★৪/ ঠাকুর!—সদ্ গুরুর কাজ কি? "সদ্ গুরুর কাজ হইল ভক্তকে উদ্ধার করা। ভক্ত নাম করুক আর না করুক, সদ্গুরু যিনি তিনি ভক্তকে উদ্ধার করিবেনই।" সদগুরু শ্রী দয়াল ঠাকুরের কৃপায় আজ এই পর্যন্ত, বাকী পরবর্তী তে,জয় রাম।

★৩/ ঠাকুর! সদ্ গুরু কে?

    " গুরু বলতে নামই গুরু। শ্রী গুরু প্রদত্ত নামই সদ্ গুরু। এই নাম জীবের ত্রিগুণাত্মিকা  বিষয় সমূহ যথা মন,বুদ্ধি,অহঙ্কার, দশ ইন্দ্রিয়ের অজ্ঞানতার অন্ধকার দূর কইরা নাম আলোতে আনয়ন করেন বইলাই সদ্গুরু বা সত্য গুরু বলা হয়।

★৪/ ঠাকুর!—সদ্ গুরুর কাজ কি?

    "সদ্ গুরুর কাজ হইল ভক্তকে  উদ্ধার করা। ভক্ত নাম করুক আর না করুক, সদ্গুরু যিনি তিনি ভক্তকে উদ্ধার করিবেনই।"

সদগুরু শ্রী দয়াল ঠাকুরের কৃপায় আজ এই পর্যন্ত, বাকী  পরবর্তী তে,জয় রাম।