Wednesday, 10 July 2019

★৩/ ঠাকুর! সদ্ গুরু কে? " গুরু বলতে নামই গুরু। শ্রী গুরু প্রদত্ত নামই সদ্ গুরু। এই নাম জীবের ত্রিগুণাত্মিকা বিষয় সমূহ যথা মন,বুদ্ধি,অহঙ্কার, দশ ইন্দ্রিয়ের অজ্ঞানতার অন্ধকার দূর কইরা নাম আলোতে আনয়ন করেন বইলাই সদ্গুরু বা সত্য গুরু বলা হয়। ★৪/ ঠাকুর!—সদ্ গুরুর কাজ কি? "সদ্ গুরুর কাজ হইল ভক্তকে উদ্ধার করা। ভক্ত নাম করুক আর না করুক, সদ্গুরু যিনি তিনি ভক্তকে উদ্ধার করিবেনই।" সদগুরু শ্রী দয়াল ঠাকুরের কৃপায় আজ এই পর্যন্ত, বাকী পরবর্তী তে,জয় রাম।

★৩/ ঠাকুর! সদ্ গুরু কে?

    " গুরু বলতে নামই গুরু। শ্রী গুরু প্রদত্ত নামই সদ্ গুরু। এই নাম জীবের ত্রিগুণাত্মিকা  বিষয় সমূহ যথা মন,বুদ্ধি,অহঙ্কার, দশ ইন্দ্রিয়ের অজ্ঞানতার অন্ধকার দূর কইরা নাম আলোতে আনয়ন করেন বইলাই সদ্গুরু বা সত্য গুরু বলা হয়।

★৪/ ঠাকুর!—সদ্ গুরুর কাজ কি?

    "সদ্ গুরুর কাজ হইল ভক্তকে  উদ্ধার করা। ভক্ত নাম করুক আর না করুক, সদ্গুরু যিনি তিনি ভক্তকে উদ্ধার করিবেনই।"

সদগুরু শ্রী দয়াল ঠাকুরের কৃপায় আজ এই পর্যন্ত, বাকী  পরবর্তী তে,জয় রাম।

No comments:

Post a Comment